Tuesday, April 22, 2008

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব থাকতে পারে: হকিং

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব থাকতে পারে: হকিং

বেইজিং, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিনহুয়া) - ভিনগ্রহের প্রাণীর (এলিয়েন) অস্তিত্ব থাকার সম্ভাবনার কথা জানালেন ব্রিটিশ পদার্থ বিজ্ঞানি স্টিফেন হকিং।
তবে তার ধারণা, ওইসব ভিনগ্রহের প্রাণীরা আমাদের ধারণার তুলনায় অনেক কম বুদ্ধিমত্তা সম্পন্ন অথবা এরা এখনো জীবন পদ্ধতির আদিম পর্যায়ে রয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসা'র ৫০ বছর পূর্তিতে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মারক বক্তৃতায় এ কথা জানান তিনি।

মহাজাগতিক প্রাণীদের অস্তিত্ব সম্পর্কে সম্ভাব্য উত্তর জানতে তত্ত্ব তৈরি করেছেন এই ব্রিটিশ বিজ্ঞানি।

হকিং বলেন, "মহাবিশ্বে সূচনাকালীন জীবন পদ্ধতি খুব সাধারণ ভাবে খুঁজে পাওয়া যায়। কিন্তু বুদ্ধিমান প্রাণীর জীবন ধারণের উদাহরণ দুর্লভ। অনেকের মতে পৃথিবীতেও এমন জীবন পদ্ধতির আবির্ভাব এখনও ঘটেনি।"

তিনি বলেন, "আমদের এসব ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে যথেষ্ট আশঙ্কার কারণ রয়েছে। কারণ তাদের ডিএনএ'র গঠন আমাদের মতো না-ও হতে পারে। এতে আমাদের দেহে তাদের থেকে রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে।"

স্টিফেন হকিং জানান, মানব সভ্যতা আরও এক সহস্রাব্দ টিকে থাকলে, তারা এতদূর এগিয়ে যাবে যেখানে আগে কেউ কখনো যেতে পারেনি।

মহাকাশ অভিযান ও গবেষণায় যারা অর্থ ব্যয় করতে রাজি নয়, হকিং তাদের ওইসব মানুষের সঙ্গে তুলনা করেছেন যারা কলম্বাসের আমেরিকা অভিযানে বাধা দিয়েছিল।