Tuesday, February 1, 2011

মহাশূন্য থেকে প্রাণের উৎপত্তির নতুন প্রমাণ

মহাশূন্য থেকে প্রাণের উৎপত্তির নতুন প্রমাণ
-ইয়াছিন হোসেন খান

পৃথিবীতে প্রাণ বা জীবনের উৎপত্তি হয়েছে মহাশূন্য থেকে এমন কথা বিজ্ঞানীরা আগেও বলেছেন। এবার এর সমর্থনে আরো তথ্য পাওয়া গেছে নাসার নতুন এক গবেষণার মাধ্যমে। এ সংক্রান্ত ধারণা তারা পেয়েছেন মহাশূন্য থেকে পৃথিবীতে ছিটকে আসা উল্কাপিন্ডের ব্যাপক গবেষণার মাধ্যমে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, একাধিক গ্রহানুতে এমন ধরনের অ্যামিনো এসিড থাকতে পারে, যা পৃথিবীতে প্রাণের (বিদ্যমান) সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। প্রায় একেবারে দুই ধরনের হয়ে থাকে অ্যামিনো এসিডের অণু। এগুলো বিশেষভাবে পরিচিত ‘ডান' ও ‘বাঁ-হাতি' বলে। তবে পৃথিবীর আকৃতিতে মিলে কেবল ‘বাঁ হাতি অ্যামিনো'। ২০০৯ সালে কার্বনসমৃদ্ধ গ্রহাণু থেকে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিন্ডের কয়েকটি নমুনা বিশ্লেষণ করেন নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষকরা। এগুলো বিশ্লেষণের মাধ্যমে তারা সন্ধান পান উচ্চমাত্রার বাঁ হাতি অ্যামিনো এসিডের। আর এরই মাধ্যমে ধারণা করা হয় মহাশূন্যে সূত্রপাত ঘটেছিল ‘বাঁ ধর্মী' প্রাণসত্তার। সেখানে গ্রহাণুর অনেক কিছুই বাঁ-হাতি অ্যামিনো এসিড সৃষ্টির জন্য দায়ী বা অনুকূল ছিল বলা যায়। অর্থাৎ প্রাণসত্তার উদ্ভব বা উৎপত্তি ঘটতে পারে পৃথিবীতে পড়া উল্কাপিন্ডের মাধ্যমে। নাসার গবেষক ড. ড্যানিয়েল গ্লাভিন বলেন, আমাদের এ আবিষ্কার প্রাণের উৎপত্তি সম্বন্ধে অনেক কিছুই জানাবে। আরো বলা হয়েছে, গ্রহাণুতে পানির উপস্থিতি বাড়িয়ে দেয় ‘বাঁ হাতি অ্যামিনো' এসিড। এসবের নানা বিষয় দায়ী হতে পারে সৃষ্টির আদিকালের তেজষ্ক্রিয়তার কারণেও।

Source: Daily Sangram